রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকা থেকে এক বিশেষ অভিযানে অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার সকাল ১০টার দিকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন মেজর মোঃ আবু নাঈম খন্দকার, বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা, পিএসসি-র দিকনির্দেশনায়।
অভিযানে বিদ্যুৎ চাকমা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি এলজি বন্দুক, দুটি গুলি, চাঁদা আদায়ের দশটি রশিদ বই, একটি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৪৮০ টাকা এবং দুইটি হিসাব খাতা উদ্ধার করা হয়েছে বলে যৌথবাহিনী জানিয়েছে।
আটক ব্যক্তি রাঙামাটির নানিয়ারচর উপজেলার দেওয়ান পাড়া গ্রামের বাসিন্দা।
অভিযানের প্রেক্ষাপট
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি শুকনাছড়া এলাকায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি চাঁদা আদায়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়ে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানের সময় আরও চারজন পালিয়ে গেলেও বিদ্যুৎ চাকমাকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়।
বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা বলেন,
"স্থানীয় জনগণের নিরাপত্তা রক্ষায় নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।"
আইনগত ব্যবস্থা
আটককৃত ব্যক্তি ও উদ্ধার করা সরঞ্জাম সাজেক থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে আদালতে তোলা হবে।
শান্তি রক্ষায় উদ্যোগ
পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নভাবে কিছু সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার খবর রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর মতে, এ ধরনের অভিযানের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা হচ্ছে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন,
"শুধু অভিযান নয়, পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে স্থানীয় জনগণের আস্থা অর্জন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.