আবাসিক ও বাণিজ্যিক ভবনে নকশার অনুমোদন ছাড়া চালু থাকা সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
ডিএসসিসি জানায়, ভবন ও আশপাশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নকশাবহির্ভূত ও ভবনের ছাদে অবস্থিত রেস্তোরাঁগুলোর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একইসঙ্গে জানানো হয়, বাতিলকৃত লাইসেন্স ব্যবহার করে কেউ ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিধিবহির্ভূতভাবে পরিচালিত রেস্তোরাঁ থেকে এর আগে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটেছে।
ডিএসসিসির কর্মকর্তারা জানান, ভবনের নকশায় রেস্তোরাঁর অনুমোদন থাকলে, সংশ্লিষ্ট মালিকদের সশরীরে হাজির হয়ে প্রমাণ উপস্থাপন করতে হবে। তথ্য যাচাইয়ের পর প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে। প্রতিটি রেস্তোরাঁকে এ বিষয়ে আলাদাভাবে চিঠি পাঠানো হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে ৪৬ জনের প্রাণহানি হয়। তদন্তে জানা যায়, ভবনটির একটি রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, যা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালায় পুলিশ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), তবে সে অভিযান দীর্ঘস্থায়ী হয়নি।
ডিএসসিসি বলছে, নতুন করে নেওয়া পদক্ষেপের লক্ষ্য ভবন ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ দুর্ঘটনা প্রতিরোধ করা।