1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
সদ্য প্রাপ্ত:-
রাজশাহীর মোহনপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে উন্নত জাতের গরু বিতরণ পুলিশ সপ্তাহ ২০২৫: শেরপুর জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ সদরপুরে বিদ্যুৎ সংযোগ চেয়ে গেলে অফিসে উত্তেজনা, গ্রাহকের অভিযোগ দুর্ব্যবহারের মোহাম্মদপুরের কিশোরীর ওপর সংঘবদ্ধ যৌন নির্যাতনের অভিযোগে চার জনকে আটক গারো পাহাড়ে হাতির চলাচলে প্রতিবন্ধকতা অপসারণে বন বিভাগের অভিযান টাঙ্গাইলে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ইউপি সদস্যসহ দুই ব্যক্তি শ্রীবরদীতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষি প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে প্রেমসংক্রান্ত টানাপোড়েন: এক তরুণের গোপন বিয়ে, অপর প্রেমিকার অনশন আশুলিয়ায় অপরাধ প্রবণতা বেড়েই চলেছে, পুনরায় উদ্ধার হলো একটি লাশ রুফটপ রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

আশুলিয়ায় অপরাধ প্রবণতা বেড়েই চলেছে, পুনরায় উদ্ধার হলো একটি লাশ

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

হেলাল শেখঃ

ঢাকার উপশহর আশুলিয়ায় সাম্প্রতিক মাসগুলোতে হত্যাকাণ্ড, ডাকাতি ও রাজনৈতিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাইল ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্ট থেকে চলতি এপ্রিল মাস পর্যন্ত আশুলিয়া থানায় ৭১টি রাজনৈতিক সহিংসতা সংশ্লিষ্ট মামলা, ৪১টি হত্যাকাণ্ড এবং ৮টি ডাকাতির মামলা নথিভুক্ত হয়েছে।

 

স্থানীয়রা এবং বিশ্লেষকদের মতে, এলাকায় মাদক, জুয়া ও অবৈধ অর্থ উপার্জনের সুযোগের কারণে অপরাধের মাত্রা বাড়ছে। তারা অভিযোগ করেন, অনেক অপরাধী গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

 

আশুলিয়ার কয়েকজন বাসিন্দা জানান, এলাকার নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। তাঁদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে অভিযান চালালেও তা অপরাধ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি সমাধান দিচ্ছে না।

 

সচেতন মহল দ্রুত সময়ের মধ্যে একটি সমন্বিত তদন্ত এবং কার্যকর হস্তক্ষেপ গ্রহণের জন্য আশুলিয়া থানা, গোয়েন্দা সংস্থা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews