মাসুদুর রহমান :
শেরপুরের শ্রীবরদী উপজেলায় মসলা ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদ প্রযুক্তির বিস্তারে দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের সম্মেলনকক্ষে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন।
প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ এবং প্রশিক্ষণ অধিবেশনের সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. ওয়াসিফ রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবির।
প্রশিক্ষণ পর্বে কৃষকদের মসলা ফসলের পরিচিতি, পুষ্টিগুণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। বক্তারা বিশেষভাবে বস্তাভিত্তিক আদা ও হলুদ চাষ, ছায়াযুক্ত কিংবা পতিত জমির উপযোগিতা এবং ছোট পরিসরে লাভজনক মসলা উৎপাদনের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, দারুচিনি, এলাচ, জিরা, কালোজিরা সহ বিভিন্ন মসলা ফসলের উৎপাদন কৌশল ও যত্নবিধি নিয়ে বিশদ আলোচনা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, “বাজারে মসলাজাত পণ্যের চাহিদা ও মূল্য বর্তমানে তুলনামূলক বেশি। কৃষকদের পরিত্যক্ত জমি কিংবা সীমিত স্থানে মসলা চাষে আগ্রহী করে তোলা গেলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, “মসলার উৎপাদন বৃদ্ধি পেলে আমদানির উপর নির্ভরতা হ্রাস পাবে। এ লক্ষ্যে কৃষি বিভাগ মাঠপর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে চাষ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।”
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.