নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
টাঙ্গাইলের বাসাইলে মাদকবিরোধী অভিযানে এক হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) একটি দল। আটককৃতদের একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য বলে জানা গেছে।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর বাইপাস এলাকার একটি খাবারের হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশিতে অভিযুক্তদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের জয়শত গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এবং ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. সুজন রহমান (৩৫) এবং কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রজব আলীর ছেলে মো. তহর আলী (৩৭)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) উপপরিদর্শক রাইজ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে করটিয়া বাইপাস এলাকায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ইয়াবাগুলো জব্দ করা হয়।
টাঙ্গাইল ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন বলেন, “আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.