মাসুদুর রহমান
শেরপুর জেলার গারো পাহাড় ঘেঁষা সীমান্ত অঞ্চলে বন্য হাতির স্বাভাবিক চলাচল, খাদ্য সংগ্রহ এবং আবাসস্থল সংরক্ষণ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। সোমবার (২৮ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ সবজি ক্ষেত এবং মানবসৃষ্ট প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।
প্রাথমিক তথ্যে জানা যায়, প্রায় ৩০ একর বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা ৩৫টি সবজি ও টাল ক্ষেত সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে। একইসঙ্গে বন্যপ্রাণীর চলাচলে বিঘ্নকারী জি.আই. তার কেটে ফেলা হয় এবং একটি জেনারেটর ভেঙে ফেলা হয়, যা স্থানীয়ভাবে স্থাপন করা হয়েছিল।
অভিযানটি বাস্তবায়নে ময়মনসিংহ অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদের তত্ত্বাবধান ও কেন্দ্রীয় বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন আকনের নির্দেশনা অনুসরণ করা হয়। অভিযান কার্যক্রমে বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়ার সমন্বয়ে সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান ও তানভীর আহমেদ ইমন নেতৃত্ব প্রদান করেন।
অভিযান পরিচালনার সময় বালিজুরী রেঞ্জের অধীন বালিজুরী সদর, মালাকোচা এবং কর্ণঝোড়া বিট এলাকায় হাতির বিচরণ পথ পরিচ্ছন্ন করা হয় ও তাদের স্বাভাবিক চলাফেরার পরিবেশ নিশ্চিত করা হয়।
এ সময় অভিযানে অংশগ্রহণ করেন রাংটিয়া রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, কর্ণঝোড়া, সদর ও মালাকোচা বিট কর্মকর্তা আব্দুর রাকিব, গজনী বিট কর্মকর্তা সালেহিন নেওয়াজ, সমেশ্চুরা বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদ, ডুমুরতলা বিট সহকারী কাওসার হোসেন ও রকিবুল ইসলাম রকি। এছাড়াও উপস্থিত ছিলেন মধুটিলা, রাংটিয়া এবং বালিজুরী রেঞ্জের মাঠ পর্যায়ের কর্মকর্তারা, ইআরটি সদস্যবৃন্দ, স্থানীয় প্রতিনিধিগণ এবং পরিবেশ-সচেতন জনগোষ্ঠী।
বন বিভাগের কর্মকর্তারা জানান, হাতির চলাচলের পথ সুরক্ষিত রাখতে ও মানুষ-হাতি দ্বন্দ্ব হ্রাসে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.