রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এক কিশোরীর ওপর সংঘবদ্ধ যৌন নির্যাতনের অভিযোগে চার জনকে আটক করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী ইফতেখার গণমাধ্যমকে জানান, সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের একটি দল রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত চার জনকে আটক করে থানায় হস্তান্তর করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি সামুরাই ছুরি, একটি দেশীয় বড় ছুরি ও নগদ তিন হাজারের বেশি টাকা জব্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদের পরিচয় মুস্তাকিম, সুমন এবং ঝটন রবিন নামে জানা গেছে। অভিযোগ রয়েছে, তারা শুধু নির্যাতনের ঘটনাই নয়, ছিনতাই, ডাকাতি ও নারী ও কিশোরীদের উত্ত্যক্ত করার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিল।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অভিযুক্ত চক্রটি সোমবার রাতে রায়েরবাজার এলাকায় এক কিশোরীকে অস্ত্রের ভয় দেখিয়ে যৌন নিপীড়নের শিকার করে। পরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হুমকি দিয়ে ঘটনা গোপন রাখতে চাপে রাখে। বিষয়টি জানার পর যৌথবাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে প্রথমে দুজনকে এবং পরে বাকিদের গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.