ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগের আবেদন করতে গিয়ে এক দম্পতি কর্তৃপক্ষের অপব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল কার্যালয়ে এই ঘটনা ঘটে।
চর চাঁদপুর গ্রামের বাসিন্দা মনির হোসেন অভিযোগ করেন, তার স্ত্রীর বড় ভাইয়ের জমিতে একটি বাড়ি নির্মাণের পর বিদ্যুৎ সংযোগের জন্য তিনি সরাসরি অফিসে যান। অভিযোগ অনুযায়ী, আবেদন করতে গেলে দাপ্তরিক জটিলতা দেখিয়ে সহকারী জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম তার সঙ্গে উত্তপ্ত আচরণ করেন এবং মুখের ভাষা নিয়ন্ত্রণে রাখেননি। একপর্যায়ে অন্যান্য কর্মচারীরাও আলোচনায় যুক্ত হয়ে পরিস্থিতি উত্তেজনাকর করে তোলে। মনির হোসেনের দাবি, তার স্ত্রী নাছিমা আক্তার ঘটনাটি শান্ত করতে গেলে তাকেও হেনস্তার মুখে পড়তে হয়।
তবে বিষয়টি নিয়ে জানতে চাইলে সহকারী জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, যেহেতু মনির হোসেনের আবেদন করা জায়গাটি তার নিজের নামে নয় এবং উক্ত সম্পত্তির ওপর বিদ্যুৎ বিভাগের ৪৫ হাজার টাকা বকেয়া রয়েছে, তাই সংযোগ দেওয়া সম্ভব নয়। দুর্ব্যবহারের অভিযোগ তিনি অস্বীকার করেন।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।