“আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই মূল স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৫। সোমবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সপ্তাহটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ দেন এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদক প্রদান করেন।
পুলিশ সপ্তাহের এই কেন্দ্রীয় আয়োজনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শেরপুর জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা। জেলা পুলিশ লাইন্সের কৃষ্ণচূড়া হলরুমে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল-আলমসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সদস্যদের উৎসাহিত করতে এবং কেন্দ্রীয় বার্তার সঙ্গে সম্পৃক্ত করতে জেলা পর্যায়ের এই আয়োজন গুরুত্বের সঙ্গে পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.