ক্রাইম রিপোর্টারঃ রাজীব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮ জন সুফলভোগী পরিবারের মাঝে উন্নত জাতের গবাদি পশু বিতরণ করা হয়।
সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুফলভোগী পরিবারগুলোর হাতে গরু, ভিটামিন, মিনারেল, এবং কৃমিনাশক ঔষধ তুলে দেওয়া হয়। আয়োজনে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অফিসার ডাঃ খন্দকার সাগর আহম্মেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা। তিনি বলেন, এই উদ্যোগ ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষের আর্থিক স্বনির্ভরতার পথ উন্মুক্ত করবে। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, এবং বিআরডিবি কর্মকর্তা মোঃ মশিউর রহমান।
এই প্রকল্পের মাধ্যমে সুফলভোগী পরিবারগুলো অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার সুযোগ পাবে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই কর্মসূচি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদান রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.