শাহিন আলম
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদী থেকে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে চান্দগাঁও থানার পুলিশ।
বুধবার (৩০শে এপ্রিল ) সকাল ৭টার দিকে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে ১২ বছর বয়সী রাহাত খানের লাশ উদ্ধার করা হয়।
রাহাত চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সে চান্দগাঁওয় ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরিদের পাড়ার মো. লিয়াকত আলীর ছেলে , এই কিশোর চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলত বলে জানা গেছে।
আরো জানা যায়, স্কুল বন্ধুদের সাথে তুচ্ছতাচ্ছিল্য ঘটনাকে কেন্দ্র করে গতকাল নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে।
আজ সকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার হামিদচর কর্ণফুলী নদী থেকে সেই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
রাহাতের পরিবার থেকে জানা যায়, এক মাস আগে, বন্ধুদের সঙ্গে একটি ছোটখাটো ঝগড়ার পর তার মা গিয়ে বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন। ভাবা হয়েছিল, ঘটনা সেখানেই শেষ। কিন্তু বাস্তবতা আরও নির্মম।
সে কারণেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে ধারণা তার পরিবারের।
চান্দগাঁও থানার এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘মঙ্গলবার স্কুলে যাওয়ার পর আর বাসায় আসেনি রাহাত। স্কুল ছুটির পর বাসায় না আসায় তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছিল। আজকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রাহাত কাদের সঙ্গে স্কুল থেকে বের হয়েছিল এবং কোথায় গিয়েছিল সেসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় পুলিশ রাহাতের চার বন্ধুকে জিজ্ঞাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
খুনের ঘটনায় চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, চার বন্ধু মিলে এক বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলতে পারব।