জাহিদ হাসান:
কয়েক সপ্তাহ পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে চিত্রনায়ক রুবেলকে ঘিরে বিভ্রান্তিকর ও অসত্য খবর। ফেসবুকের বিভিন্ন অপ্রামাণিক আইডি থেকে রুবেলের ‘মৃত্যুর’ মতো সংবেদনশীল তথ্য ছড়ানো হচ্ছে, যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ঘটনার পরিপ্রেক্ষিতে রুবেলের বড় ভাই, খ্যাতিমান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দেন। সেখানে তিনি কঠোর ভাষায় এসব কর্মকাণ্ডের নিন্দা জানান এবং ভবিষ্যতে এ ধরনের গুজব ছড়ালে আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সোহেল রানা লেখেন, “আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় রুবেল সুস্থ আছেন। মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা মোটেই গ্রহণযোগ্য নয়। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত আছি।”
সঙ্গে তিনি দুই ভাইয়ের একটি স্থিরচিত্র প্রকাশ করে লেখেন, “বারবার ভুয়া সংবাদ ছড়ানো হচ্ছে। এবার আর সহ্য করা হবে না। সংযত হোন।”
চিত্রনায়ক রুবেল দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় অংশ নিচ্ছেন না। সর্বশেষ তাঁকে দেখা গেছে রায়হান রাফির নির্মিত ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’-তে। অন্যদিকে সোহেল রানা নিজেও অভিনয় থেকে ধীরে ধীরে সরে এসেছেন। আগে রাজনীতিতেও সক্রিয় থাকলেও বর্তমানে তাও বন্ধ করেছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, সোহেল রানা নিজে একজন প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত, যিনি ‘ওরা ১১ জন’ নামের বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেন ‘পারভেজ ফিল্মস’-এর ব্যানারে।
গুজব রটানোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের সম্মানহানি ও মানসিক চাপের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট মহল বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.