সাভার প্রতিনিধি :
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ডিটেল এরিয়া প্ল্যান (ড্যাব)-এর আওতাভুক্ত এলাকায় গড়ে ওঠা একটি বহুতল নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সাভার সদর ইউনিয়নের কৃষ্টপুর এলাকায় পরিচালিত এ অভিযানে ভবনটির প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত ছাদের চারপাশে নির্মিত দেয়াল ভেঙে ফেলা হয়। রাজউকের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট ভবনের পেছনে বৈধ কোনো নকশা অনুমোদন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন।
স্থানীয়ভাবে জানা যায়, ভবনটির মালিক নূরুল ইসলাম ছয়তলা ফাউন্ডেশনের উপর নির্মাণকাজ চালিয়ে আসছিলেন। তিনি দাবি করেন, “ইউনিয়ন পরিষদ থেকে অনাপত্তিপত্র পাওয়ার পরই নির্মাণকাজ শুরু করি।”
তবে রাজউক কর্মকর্তারা জানান, ড্যাব নীতিমালার আওতাধীন এলাকায় যেকোনো ধরণের বহুতল স্থাপনা নির্মাণে রাজউকের অনুমোদন ছাড়া অন্য কোনো সংস্থার ছাড়পত্র যথেষ্ট নয়।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন বলেন, “সারা ড্যাব এলাকায় অনুমোদনবিহীন প্রায় ৩ হাজার ৩০০টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব নির্মাণ ধাপে ধাপে অপসারণের আওতায় আনা হবে।”
রাজউক সূত্রের ভাষ্য অনুযায়ী, ২০১০ সালের একটি সরকারি প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে—রাজউকের অনুমোদন ছাড়া ড্যাবভুক্ত এলাকায় বহুতল ভবন নির্মাণ আইনবিরুদ্ধ। ইউনিয়ন পরিষদ বা উপজেলা পর্যায়ের অনুমোদন এ ক্ষেত্রে বৈধতা রাখে না।
উল্লেখ্য, ১৯৮৭ সালে একটি সরকারি সিদ্ধান্তের মাধ্যমে রাজধানীর আশপাশের অঞ্চলগুলোকে ড্যাবের আওতায় অন্তর্ভুক্ত করা হয়, যাতে ভবিষ্যৎ নগরায়ণ সুপরিকল্প