1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
সদ্য প্রাপ্ত:-
পায়রা নদীতে ভেসে উঠল মৃত ডলফিন, উদ্বেগ পরিবেশকর্মীদের শ্রীবরদীতে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিত ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবু’র নামে অপপ্রচার! মে দিবসে সরকারের কাছে বাস টার্মিনালের দাবি শ্রমিক নেতাদের  আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে প্রাণচাঞ্চল্য, পল্টন এলাকায় জনস্রোত চট্টগ্রামে গ্রাহকের টাকা নিয়ে উধাও সংশপ্তক’ নামের একটি এনজিও সংস্থা  দিঘলিয়ায় বিএনপির ইউনিয়ন সম্মেলনে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকার আহ্বান সিনিয়র ছাত্রনেতা রাতুল সন্ত্রাসী হামলায় আহত কুয়েটে প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে মানববন্ধন মে দিবস ২০২৫: শ্রমের মূল্যায়ন ও ন্যায়বিচারের দাবিতে একদিনের প্রতিফলন

সাভারে রাজউকের অভিযান: অনুমোদনহীন ভবনের অংশ ভাঙা হলো

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

সাভার প্রতিনিধি :

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ডিটেল এরিয়া প্ল্যান (ড্যাব)-এর আওতাভুক্ত এলাকায় গড়ে ওঠা একটি বহুতল নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

 

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সাভার সদর ইউনিয়নের কৃষ্টপুর এলাকায় পরিচালিত এ অভিযানে ভবনটির প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত ছাদের চারপাশে নির্মিত দেয়াল ভেঙে ফেলা হয়। রাজউকের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট ভবনের পেছনে বৈধ কোনো নকশা অনুমোদন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন।

 

স্থানীয়ভাবে জানা যায়, ভবনটির মালিক নূরুল ইসলাম ছয়তলা ফাউন্ডেশনের উপর নির্মাণকাজ চালিয়ে আসছিলেন। তিনি দাবি করেন, “ইউনিয়ন পরিষদ থেকে অনাপত্তিপত্র পাওয়ার পরই নির্মাণকাজ শুরু করি।”

 

তবে রাজউক কর্মকর্তারা জানান, ড্যাব নীতিমালার আওতাধীন এলাকায় যেকোনো ধরণের বহুতল স্থাপনা নির্মাণে রাজউকের অনুমোদন ছাড়া অন্য কোনো সংস্থার ছাড়পত্র যথেষ্ট নয়।

 

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন বলেন, “সারা ড্যাব এলাকায় অনুমোদনবিহীন প্রায় ৩ হাজার ৩০০টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব নির্মাণ ধাপে ধাপে অপসারণের আওতায় আনা হবে।”

 

রাজউক সূত্রের ভাষ্য অনুযায়ী, ২০১০ সালের একটি সরকারি প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে—রাজউকের অনুমোদন ছাড়া ড্যাবভুক্ত এলাকায় বহুতল ভবন নির্মাণ আইনবিরুদ্ধ। ইউনিয়ন পরিষদ বা উপজেলা পর্যায়ের অনুমোদন এ ক্ষেত্রে বৈধতা রাখে না।

 

উল্লেখ্য, ১৯৮৭ সালে একটি সরকারি সিদ্ধান্তের মাধ্যমে রাজধানীর আশপাশের অঞ্চলগুলোকে ড্যাবের আওতায় অন্তর্ভুক্ত করা হয়, যাতে ভবিষ্যৎ নগরায়ণ সুপরিকল্প

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews