মোহাম্মদ মেহেদী হাসান, খুলনা:
খুলনা শহরের সিটি-ইন হোটেলের পাশে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সদস্য সচিব রাতুল। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। এতে তিনি আহত হন।
আহত রাতুলকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার কারণ বা কারা এর পেছনে জড়িত তা এখনও নিশ্চিত নয়। তবে এ বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।