ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি–
“গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না”—এমনই বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, “দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চনার অবসান চায় ১২ কোটি ভোটার। জনগণের সরকার প্রতিষ্ঠাই এখন বিএনপির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, গুম-খুন ও বাকস্বাধীনতা হরণের কারণে দেশ আজ ভয়াবহ দুঃশাসনের কবলে। জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হয়েছে—এবার প্রয়োজন অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন।”
বিএনপির কেন্দ্রীয় এই নেতা অভিযোগ করেন, “অনির্বাচিত সরকারে আইনশৃঙ্খলা, বিনিয়োগ ও উন্নয়ন—কোনোটিই টেকসই হয় না। তাই নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।”
সম্মেলনের প্রধান বক্তা ও খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, “দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মতপার্থক্য ভুলে ইস্পাতকঠিন ঐক্যই আমাদের শক্তি।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুর রহমান মিন্টু এবং সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডা. শেখ হাফিজুর রহমান।
সম্মেলনের দ্বিতীয় পর্বে গোপন ব্যালটে ৯টি ওয়ার্ডের ৪৫৯ কাউন্সিলর ভোট প্রদান করেন। মাত্র এক ভোটের ব্যবধানে ২২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন জাসেদ কবির জুয়েল এবং ২৯৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল্লাহ আল মামুন নিপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, শরীফ ইকবাল হোসেন, আশরাফুল ইসলাম নূর, আব্দুর রকিব মল্লিকসহ দলীয় নেতৃবৃন্দ।