নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী ড. দেওয়ান সালাউদ্দিন বাবু’র ৩০ টাকা চাঁদাবাজির ভয়েজ দিয়ে রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
একটি জমিতে এসে সাইনবোর্ড ভেঙে দিয়ে নিজের লোকের নামের সাইনবোর্ড টানিয়ে দিয়ে যাওয়ার অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা ছাত্র জনতা হত্যাসহ একাধিক মামলার আসামি রাজু আহমেদের দাবী-এ ঘটনায় ৩০ লাখ টাকা চাঁদার বিনিময়ে লোকজন দিয়ে জমি দখলে সহযোগিতা করে ড. দেওয়ান সালাউদ্দিন বাবু। এই অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাজু আহমেদের দাবি-তার সাভারের আশুলিয়ার ওয়ারিশী সম্পত্তি দখলের চেষ্টা করে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরসহ বিএনপির সাবেক এমপি ড. দেওয়ান সালাউদ্দিন বাবু, বিষয়টি রহস্যজনক বলে মনে করেন এলাকাবাসী। আওয়ামী লীগ নেতা আর বিএনপির এমপি প্রার্থী এক সাথে এমন ঘটনায় জড়িত বিষয়টি রহস্যজনক।
জানা গেছে, গত সোমবার (২৮ এপ্রিল২০২৫ইং) সকালে আশুলিয়ার গৌরীপুর এলাকায় ব্যবসায়ী ও আনারস মার্কা চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদের জমি দখলে নিতে নিজেদের নামে সাইনবোর্ড দেন অভিযুক্তের লোকজন এমন তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে তদন্ত করলে বিভিন্ন কৌশলে বেড়িয়ে আসছে থলের বিড়াল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কে. জি. মোর্শেদের নেতৃত্বে ৭০/৮০ জন রাজু আহমেদের জমিতে এসে জোরপূর্বক অনুপ্রবেশ করে হামলা চালিয়ে তার সাইনবোর্ড ভেঙে নিজেদের সাইনবোর্ড লাগিয়েছে।
ভুক্তভোগী রাজু আহমেদ ছাত্র জনতা হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতারের পর আদালত থেকে জামিনে এসে পলাতক তাই রাজু আহমেদের পক্ষে তার ম্যানেজার রেজাউল জানায়, আশুলিয়ার গৌরীপুর মৌজার ১ নং সিএস খতিয়ান নং এক একর ৪৯ শতাংশ জমির মালিকানা রাজু’র নামে। তবে দীর্ঘদিন ধরে সন্ত্রাস বাহিনী দিয়ে জমিটি দখলের চেষ্টা করছেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মাদবর ও তার লোকজন। তবে সরেজমিনে গিয়ে জানা যায়, ৫ আগষ্টের পর আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন পলাতক রয়েছে ভারতে, তাহলে কি ভাবে সে জমি দখল করতে আসে আওয়ামী লীগ নেতা রাজু আহমেদের?। জানা যায়, শাহাবুদ্দিন মাদবরের সাথে ইউপি নির্বাচন নিয়ে রাজু আহমেদের পূর্বের শক্রতা রয়েছে।
রাজুর ম্যানেজার রেজাউল জানায়, গত সোমবার সকালে আব্দুল ওয়াজেদ খানের ছেলে কে. জি. মোর্শেদ, সেচ্ছাসেবকদল নেতা ইলিন মাদবর ও তাইজুল দেওয়ান ও সালাউদ্দিন বাবুর সন্ত্রাস বাহিনী রাজুর জমিতে জোরপূর্বক অনাধিকার প্রবেশ করে দখলের চেষ্টা করে। ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সহযোগিতায় তারা জমিতে এসে রাজুর সাইনবোর্ড ভেঙে দিয়ে নিজেদের নামের সাইনবোর্ড টানিয়ে দিয়ে গেছে।
তিনি আরও বলেন, রাজু আহমেদ জানিয়েছেন যে, আইনগতভাবে এই জমির বৈধ মালিক তিনি। গৌরীপুর মৌজার সিএস খতিয়ান নং ১ অনুযায়ী এক একর ৪৯ শতাংশ জমির মালিকানা রয়েছে তার। ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় দায়েরকৃত পিটিশন মামলা নং ১৭৯/২০২৪-এর সূত্র অনুযায়ী আমুক্তার দলিলের মাধ্যমে এই জমির বৈধ ভোগদখলকারী ছিলো রাজু আহমেদ।
এ বিষয়ে জানতে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। এমন কি বিএনপি নেতা ও ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ড. সালাউদ্দিন বাবুর সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। উক্ত ব্যাপারে আমাদের প্রতিনিধির কাছে একটি ভয়েস রেকর্ড সংরক্ষণ রয়েছে। এই প্রতিবেদন পর্ব-১।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.