মাসুদুর রহমান:
শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা স্মরণে শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস।
“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”—এই আহ্বানে স্থানীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বৃহস্পতিবার (১ মে) সকালে পৌর শহরে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম সোহান।
শ্রমিক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকি, পৌর শ্রমিক দলের সভাপতি জামিরুল হাসান, সাধারণ সম্পাদক শফিক ও সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম দিনু।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল, ছাত্রদল, ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকের ন্যায্য অধিকার, কর্মপরিবেশ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে মত প্রকাশ করেন। তারা বলেন, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও শ্রমবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।