ক্রাইম রিপোর্টারঃ রাজীব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলায় শ্রমিকদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (২ মে) বিকেলে মোহনপুর উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোজাম্মেল হক। উদ্বোধনী বক্তব্য রাখেন সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মণ্ডল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আব্দুল কাদের মোল্লা এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা সবাই বক্তব্যে মে দিবসের গুরুত্ব ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্রীয় মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এ আয়োজন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্যম সৃষ্টি করেছে।