ক্রাইম রিপোর্টার: রাজিব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও কর্মসূচি পালিত হয়েছে।
২ মে (শুক্রবার) বিকালে মোহনপুর উপজেলা শ্রমিকদলের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক মোজাম্মেল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মণ্ডল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন আব্দুল কাদের মোল্লা ও উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতা অধ্যাপক কাজিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সালাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা দেশের শ্রমজীবী মানুষের অধিকার ও জীবনমান উন্নয়নের বিষয়ে আলোচনা করেন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার কাঠামোর লিফলেট উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।