মোহাম্মদ মেহেদী হাসান, সদর থানা প্রতিনিধি, খুলনা
খুলনার সোনাডাঙা এলাকায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাডাঙা বাইশতলা ভবনের পেছনে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল খলিফা, মিরাজ খলিফা (পিতা মৃত মুনসুর) ও মো. হাফিজ (পিতা টুকু সরদার)। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা তিনজন একটি বেঞ্চে বসে কথা বলছিলেন। এ সময় শরীফ, রফিক, বিল্লাল, সোহেল, নিজাম ও শহীদুলসহ প্রায় ১৬-১৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এসে তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তারা তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন চিৎকার শুনে ছুটে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।