মধুপুর, টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা এলাকায় একটি বেসরকারি খামারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে অজ্ঞাতনামা একদল ব্যক্তি পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে প্রবেশ করে অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রতিষ্ঠানের দুটি পরিবহনযানে আগুন লাগিয়ে দেয়।
হ্যাচারি কর্তৃপক্ষ দাবি করেছে, পার্শ্ববর্তী এক খালি প্লটে পরিবেশবান্ধব প্রযুক্তিতে জৈব সার তৈরির একটি প্রকল্প চালুর উদ্যোগকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে এলাকায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। কিছু মহল অভিযোগ করে যে, মুরগির বিষ্ঠা ব্যবহার করে উৎপাদিত সার দুর্গন্ধ ছড়াতে পারে এবং এর ফলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে—যা প্রকল্পের উদ্যোক্তারা অস্বীকার করেছেন।
প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার হারুন আর রশিদ জানান, “এই প্রকল্পে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে সার প্রস্তুত করা হবে, যা বাইরে কোনো গন্ধ বা দূষণ ছড়ায় না। কারখানাটি আবদ্ধ কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং পরিবেশ সুরক্ষার সবধরনের মানদণ্ড মেনে পরিচালিত হবে।”
তিনি আরও জানান, ঘটনার রাতে হঠাৎ করে শতাধিক ব্যক্তি মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং পরিকল্পিতভাবে ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় মধুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা প্রত্যাহারের জন্য হুমকি পাওয়ার অভিযোগও করেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। কোম্পানির পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহায়তা কামনা করা হয়েছে।