স্টাফ রিপোর্টার, বাগেরহাট:
‘সম্মান যেখানে, শ্রদ্ধা সেখানে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রোববার (৪ মে) বেলা ১১টায় যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে ইউনিয়নের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা ও যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শামছুর রাহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা কে. এম. জুলফিকার আলী হায়দার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক সৈয়দ তোশারফ আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শিরিন বকুল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ খাইরুল আজাদ আরজু প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে গুণী ও আদর্শবান ব্যক্তিদের সম্মানিত করা এবং তাদের অভিজ্ঞতা কাজে লাগানো জরুরি। তারা আগামী প্রজন্মকে এইসব ব্যক্তিত্বের পথ অনুসরণের আহ্বান জানান।
স্থানীয়দের মতে, এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে যাত্রাপুর ইউনিয়নে গুণীজনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।