ক্রাইম রিপোর্টারঃ রাজীব খাঁন
রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের ইটা ঘাঁটি গ্রামে অবস্থিত জান্নাতুন ফেরদাউস মহিলা হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহি বোর্ডিং ও এতিমখানার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে রবিবার মোহনপুর উপজেলার একটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক ও সভাপতি রাজু আহম্মদ লিখিত বক্তব্যে জানান, মাদ্রাসাটি সততার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং এটি এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠিত। তবে একটি কুচক্রী মহল এর সুনাম নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি অভিযোগ করেন যে, দৈনিক জাতীয় সমকাল ও অন্যান্য নিউজ পোর্টালে ২৬ এপ্রিল প্রকাশিত সংবাদটি মনগড়া এবং ভিত্তিহীন তথ্যের ওপর নির্ভর করে তৈরি। সংবাদটি সম্পর্কে তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং এর মাধ্যমে মাদ্রাসার প্রতি মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করা হয়েছে। রাজু আহম্মদ আরও বলেন, এমন ধরনের অপপ্রচার মাদ্রাসার মতো একটি কল্যাণমূলক প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ক্ষতিকর। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এমন স্বনামধন্য সংবাদমাধ্যমগুলো আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সিরাজুল ইসলাম, সিরাজ উদ্দিন সরকার, খন্দকার মাহবুব আলম এবং তফিজ আহমেদসহ আরও অনেকে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষ এ ধরনের ভিত্তিহীন প্রচারের বিরুদ্ধে নিন্দা জানানোর পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন।