শাহিন আলম চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে রোববার (৪ মে) সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় অবস্থিত ‘গোল্ডেন সন লিমিটেড’ কারখানার শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নেন।
শ্রমিকদের অভিযোগ, কারখানার ব্যবস্থাপনা পক্ষ গত মার্চ ও এপ্রিল মাসের বেতন সময়মতো পরিশোধ না করায় তারা পরিবার নিয়ে বিপাকে পড়েছেন। কেউ কেউ জানিয়েছেন, কয়েক মাস ধরেই তাদের বেতন অনিয়মিতভাবে দেওয়া হচ্ছে।
এক শ্রমিক জানান, নিয়মিত কাজের পরও নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষ ওভারটাইম করানো হলেও বেতন প্রদানে গড়িমসি করছে। এ নিয়ে কথা বললে চাকরি হারানোর আশঙ্কাও তৈরি হয়।
সকালে শ্রমিকদের সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানার ফটকে অবস্থান নিতে অনুরোধ করেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান, শ্রমিকদের দাবির বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় উপস্থাপন করা হয়েছে এবং বেতন সংক্রান্ত সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মালিকপক্ষ জানিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—বকেয়া বেতন দ্রুত পরিশোধ, সময়মতো মাসিক বেতন প্রদান, যৌক্তিক হারে মজুরি সমন্বয় এবং চাকরিচ্যুত কর্মীদের পাওনা নিশ্চিত করা।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের শ্রমবিষয়ক অস্থিরতা দেশের শিল্প উৎপাদন ও শ্রমিক-মালিক সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে, যা অর্থনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করে।