রাজীব খান, (ক্রাইম রিপোর্টার) রাজশাহী
রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের ইটা ঘাঁটি গ্রামে অবস্থিত ‘জান্নাতুন ফেরদাউস মহিলা হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহি বোর্ডিং ও এতিমখানা’ সংক্রান্ত একটি সংবাদকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি করে প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক।
রোববার (৪ মে) বিকেলে মোহনপুর উপজেলার একটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাদ্রাসাটির সভাপতি রাজু আহম্মদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “সমাজে নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে আমরা যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছি, সেটিকে নিয়ে সম্প্রতি যেসব খবর প্রচারিত হয়েছে, তা প্রকৃত তথ্যের প্রতিফলন নয়।”
তিনি দাবি করেন, “গত ২৬ এপ্রিল জাতীয় একটি দৈনিকে এবং অনলাইন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যে অভিযোগ তোলা হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তৈরি।”
রাজু আহম্মদের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জনসেবামূলক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি মহল এই ধরনের প্রচারে লিপ্ত হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকে তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
এ সময় মাদ্রাসাটির প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. ওমর ফারুক ছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ—সিরাজুল ইসলাম, সিরাজ উদ্দিন সরকার, খন্দকার মাহবুব আলম, তফিজ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.