নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া থেকে মোছাঃ ঋতু খাতুন (২১) নামের এক গৃহবধূ তিন দিন ধরে নিখোঁজ হয়েছে।গত শনিবার (৩ মে) সকাল সাড়ে ৯টা থেকে তিনি নিখোঁজ হন। গৃহবধূ মোছাঃ ঋতু খাতুন উপজেলার পাঁকা ইউনিয়নের চক তকিনগর গ্রামের মোঃ আতিকুর রহমান মিলনের স্ত্রী ও নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকার মোঃ হানিফ আলী ও রেবেকা দম্পতির মেয়ে।এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই গৃহবধূর স্বামী মোঃ আতিকুর রহমান (মিলন)।
থানায় দায়েরকৃত ডায়েরি সূত্রে জানা যায়,গত শনিবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে নিজের পরিধানের তৈরি কাপড় একটি শপিং ব্যগে ভড়ে বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।এসময় তার স্বামী মিলন ও শশুড় মোঃ রবিউল আউয়াল ধান কাটতে জমিতে গিয়েছিলেন আর তার শাশুড়ি আম্বিয়া বেগম তাকে বাড়িতে একা রেখে তার স্বামী ও শশুরেরে জন্য ধানের জমিতে খাবার নিয়ে যান।পরে আম্বিয়া বেগম বাড়ি ফিরে ফিরে দেখেন তার পূত্রবধূ ঋতু বাড়িতে নেই এবং তার ব্যবহৃত বেশ কয়েকটি কাপড় ও মহিলাদের ব্যবহৃত পার্স (তার নিজস্ব) নেই। এরপর তিনি বাড়ির আশেপাশে খোঁজ করেন এবং মিলন ও রবিউল কে বিশটি জানান।এরপর তারা সকলে মিলে তাদের সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও ঋতুর কোনো সন্ধান না পেয়ে সোমবার (৫ মে) দুপুরে এবিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
ঋতুর স্বামী মিলন জানান, এক বছরের বেশি সময় হয়েছে তাদের বিয়ে হয়েছে। তাদের পরিবারে কোনো প্রকারের কলহ ছিলনা।কিন্তু এর আগেও সে এভাবে চলে গিয়েছিল।তখন গেলেও যাওয়ার পরপরই বাড়িতে জানিয়ে দিত সে বাবার বাড়ি গিয়েছে এবং কয়েকদিন পরে আবার একাই বাড়ি ফিরে আসতো।কিন্তু এবার তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা।
কোনো সহৃয়বান ব্যক্তি যদি ঋতুর সন্ধান পান তাহলে নিম্ন লিখিত ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তার স্বামী। যোগাযোগের ঠিকানাঃ-মোঃ আতিকুর রহমান (মিলন), পিতাঃ মোঃ রবিউল আউয়াল,মাতাঃ মোছাঃ আম্বিয়া বেগম,গ্রামঃ চক তকিনগর,উপজেলা+থানাঃ বাগাতিপাড়া,জেলাঃ নাটোর। মোবাইল নাম্বারঃ- ০১৩২১-০২৫৮৫১
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ মোস্তাফিজুর রহমান বলেন,মোছাঃ ঋতু খাতুন নামের এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।