ক্রাইম রিপোর্টারঃ রাজীব খাঁন
রাজশাহীর পবা উপজেলায় বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে তিন ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার (৫ মে) বিকেলে পারিলা ইউনিয়নের উজিরপুকুর গ্রামে এই কর্মসূচি পালিত হয়। মিছিল থেকে মামলার প্রতিবাদ জানানো হয় এবং অভিযুক্ত নেতার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসখানেক ধরে ৫ বিঘা জমিতে পুকুর খননের কাজ চালাচ্ছেন আব্দুর রাজ্জাক। এ সময় মাটি পরিবহনের জন্য দিন-রাত ট্রাক চলাচল করায় এলাকার রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার এলাকাবাসীর ওপর হামলা চালায় তার লোকজন। এ ঘটনায় চার তরুণের বিরুদ্ধে মামলা করা হয়।
মিছিল শেষে এলাকাবাসী জানায়, পুকুর খননের ফলে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং স্থানীয়দের চলাচলের অসুবিধা তৈরি হয়েছে। বক্তারা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মামলার এক আসামি জয়নাল আবেদীন বলেন, "আমরা প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি রোববার আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।"
স্থানীয় রোজিনা বেগম অভিযোগ করেন, "আমরাও বিএনপি করি, কিন্তু ৫ আগস্টের পর থেকে সবকিছু আব্দুর রাজ্জাকের নিয়ন্ত্রণে চলে গেছে। তার দল আমাদের হয়রানি করছে।"
অন্যদিকে, অভিযুক্ত বিএনপি নেতা আব্দুর রাজ্জাক জানান, এটি তার পৈত্রিক সম্পত্তি, এবং যথাযথ প্রক্রিয়ায় পুকুর সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, "কিছু মানুষ চাঁদা দাবি করায় আমি মামলা করেছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।"
এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.