শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় পৈত্রিক ও মাতৃক সূত্রে প্রাপ্ত জমি জোরপূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মাস্টার আমিনুল হক। বুধবার (৭ মে) দুপুরে নিজ এলাকায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি আদালতের রায় ও পৌরসভার নির্দেশনা থাকা সত্ত্বেও স্থানীয় ছাত্রলীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা দখল করে নিচ্ছে।
মাস্টার আমিনুল হক জানান, তার পিতা মৃত ফালু শেখ ১৯৩৮ সালে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জমিটি ক্রয় করেন। সেই সঙ্গে মাতৃক সূত্রেও জমির মালিকানা তাদের। আরএস খতিয়ান নং ৭৪১-এর অধীনে দাগ নম্বর ১৪৮ (০.৪১ শতাংশ), ১৫৫ (১.০০ শতাংশ), ও ৪২৫ (০.৭৮ শতাংশ)—মোট ২.১৯ একর জমিতে তারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন।
তিনি বলেন, দেওয়ানি মামলা (নং-১০৯/২০২৪) শেষে আদালত তার পরিবারের পক্ষে রায় দেন এবং শ্রীপুর পৌরসভা ১৬ জানুয়ারি ২০২৫ সালে প্রাপ্ত নির্দেশনায় জমির বৈধ মালিক হিসেবে তাদের স্বীকৃতি দেয়।
শিপন খাঁ ও তার ক্যাডার বাহিনী সন্ত্রাসী কায়দায় জমিতে হামলা চালিয়ে ধান কেটে নিয়ে যায় এবং ভয়ভীতি প্রদর্শন করে উচ্ছেদ করে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অভিযুক্তদের মধ্যে রয়েছেন ছাত্রলীগ নেতা শিপন (২৬), তার পিতা মোস্তান খাঁ,চাচা রোস্তম খাঁ,কালু মিয়া (৪৩), শফিজ উদ্দিন (৪০),আলা উদ্দিন ও তমিজ উদ্দিন (২১)।তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আমিনুল হক বলেন,আমাদের পৈত্রিক ও মাতৃক সম্পত্তি একদিকে আদালতের রায়ে প্রমাণিত, অন্যদিকে প্রশাসনিক স্বীকৃতি থাকা সত্ত্বেও কিছু সন্ত্রাসী বাহিনী জোর করে জমির ফসল ও জমি দখল করছে।
আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আদালতের রায় অমান্য কারীদের যেন দ্রুত আইনের নিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.