শাহিন আলম
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট এলাকার একটি ঝাউবাগান থেকে একটি পরিত্যক্ত এয়ার পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পিস্তলটি উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের বন্দর-পশ্চিম বিভাগের টিম-৫২ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে স্লুইচগেটের দক্ষিণ পাশে ঝাউবাগানের ভেতর থেকে ০.১৭৭ কেলিবারের একটি এয়ার পিস্তল উদ্ধার করা হয়, যা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
অভিযানটি পরিচালিত হয় উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুব আলম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শ্রীমা চাকমার নেতৃত্বে। অভিযানে অংশ নেন এসআই সোহেল কামাল, এসআই শামীউর রহমান, এসআই রুবেল বড়ুয়া, এএসআই রেজাউল, এএসআই আলমগীর এবং তাঁদের সহযোগী ফোর্স।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা পিস্তলটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.