মাহমুদুল হাসান মেমন,স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রামে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড়াইগ্রাম শাখা।
বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৪টায় বড়াইগ্রাম উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনপাড়া পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার সদস্য সচিব মোঃ সামিউল ইসলাম। সমাবেশে আরও বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মাহাবুব সরদার, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন রাজু, সদস্য সচিব মোঃ নুহু ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মোছাঃ শাবিকুন নাহার শান্তা।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক দমন-পীড়ন, ভোটাধিকার হরণ এবং মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করেছে। দলটি একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে। তারা আরও বলেন, আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হওয়া উচিত এবং দলটিকে অবিলম্বে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
বক্তারা দেশের সব সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.