শাহিন আলম
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ও নাজির পাড়া এলাকায় মাদক ব্যবসা ও জুয়ার আসর বন্ধের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(৯ মে শুক্রবার) জুমার নামাজের পর দায়েম নাজির পাড়া জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে বড়বাড়ি মোড় হয়ে প্রধান সড়কে এসে শেষ হয়। এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ক্ষমতার অপব্যবহার করে এলাকায় মাদক ও জুয়ার অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সমাবেশ থেকে বক্তারা ৭ থেকে ৮ দিনের মধ্যে এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। অন্যথায় প্রশাসনের সহায়তায় এলাকায় প্রচারপত্র বিলি করে চক্রের বিস্তারিত পরিচয় ফাঁস করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন দায়েম নাজির পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ, যুব সংগঠক ওসমান গনি, ছাত্রনেতা মোঃ মুন্না, সমাজসেবক এম মহিউদ্দিন, মোঃ আজম উদ্দিন, মোঃ শাহানুর ও মোঃ হেলাল উদ্দিন। এছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, এই ফ্যাসিস্ট ও কালোবাজারি চক্রকে সমূলে ধ্বংস করতে হলে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
এলাকাবাসীর এমন উদ্যোগ সমাজ সচেতনতামূলক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে মনে করছেন সচেতন নাগরিকরা।