শাহিন আলম
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন চৌধুরীপাড়া এলাকায় ‘পার্ক’ নামের একটি অবৈধ আইসক্রিম কারখানা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় মাইজ পাড়ায় গড়ে ওঠা এ কারখানাটি কোনো ধরনের সরকারি অনুমোদন বা নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে আইসক্রিম ও বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন করছে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিষ্ঠানটির নেই কোনো ট্রেড লাইসেন্স, বিটিআরসি টিন বা ভ্যাট নিবন্ধন, বিএসটিআই অনুমোদন কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এমনকি শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় কোনো নিরাপত্তা সনদও নেই প্রতিষ্ঠানটির।
কারখানাটি সরেজমিনে ঘুরে দেখা যায়, অত্যন্ত নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে তৈরি হচ্ছে আইসক্রিম। কাপড়ে ব্যবহৃত ক্ষতিকর রং, স্যাকারিন, কৃত্রিম ফ্লেভার এবং ভেজাল গুঁড়া দুধ মিশিয়ে তৈরি করা হচ্ছে এসব পণ্য। ব্যবহৃত হচ্ছে অপরিচ্ছন্ন পানি, খালি হাতে মেশানো হচ্ছে উপাদান। শ্রমিকদের নেই গ্লাভস, টুপি কিংবা অ্যাপ্রোন।
গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এসব ভেজাল আইসক্রিম শিশুদের জন্য হয়ে উঠেছে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। স্থানীয় বাসিন্দারা জানান, এসব আইসক্রিম খেয়ে অনেক শিশু ডায়রিয়া, জ্বর, কাশি, মাথা ও পেট ব্যথাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
চট্টগ্রাম নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ বলেন, “আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। এই কারখানার ব্যাপারে অবগত ছিলাম না, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, ‘পার্ক’ নামের প্রতিষ্ঠানটির কোনো ট্রেড লাইসেন্স নেই। এটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে। দ্রুত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে, কারখানার মালিক জামাল উদ্দিন দাবি করেন, “আমার কাছে সব ধরনের কাগজপত্র আছে। আপনি চাইলে আমার কারখানায় এসে চা খেতে পারেন, বিজ্ঞাপন নিতে পারেন।” তিনি আরও জানান, তার সাথে কিছু পরিচিত সাংবাদিকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের জোর দাবি, এই অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারখানার বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.