মামলার বাদী কিশোরীর নানা বলেন, গত (২৫ এপ্রিল) রাতে আমার ভুক্তভোগী নাতনি (১৪) ধর্ষণের শিকার হয়েছে। সে সাকিনা মেমোরিয়াল গালর্স হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে।
রাতে ঘুমিয়ে পড়লে তার বাবা তাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, তার বাবা ও তার প্রথম স্ত্রী, সন্তানরা মিলে আমার নাতনি সৎ মেয়ে হওয়ায় মাঝে মধ্যেই মারপিট করত।
গত (৩০ এপ্রিল) বুধবার চেয়ারের সঙ্গে বেঁধে রেখে তাকে পিটিয়ে আহত করে। হাসপাতালে চিকিৎসাও করিয়েছি। এ নিয়ে গত ৪ মে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছিলাম।
পরে নাতনি ধর্ষণের বিষয়টি জানায়। জানার পরেই থানায় মামলা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
এ ব্যাপারে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, এ ঘটনায় মামলা হয়েছে (মামলা নং-৩)।
অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার পরে মূল ঘটনা জানা যাবে।