জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপের ফলে মাসুম পারভেজ মায়া ও মঞ্জুরুল ইসলাম মোর্শেদ নামে দুই ভাই গুরুতর আহত হয়েছেন।
দুই ভাই তাদের এক ছেলেকে নিয়ে বাড়ি ফেরার সময় এই ককটেল হামলার শিকার হন। এই ঘটনায় ইমন নামের এক জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১২টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ির বারো মন্ডলিয়া এলাকায় এই এই ককটেল হামলা করা হয়।
আহত মাসুম পারভেজ মায়া ও মঞ্জুরুল ইসলাম মোর্শেদ সখীপুর উপজেলার তৈইলধারা গ্রামের আবু সাঈদের ছেলে।
এ সময় মায়ার ছেলে সনেট মোটরসাইকেলে থাকলেও সে আহত হয়নি। আহত দুই ভাইকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে মাসুম পারভেজ মায়ার অবস্থা সঙ্কটাপন্ন বলে স্বজনরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ছেলেকে নিয়ে দুই ভাই মোটরকেলে বারো মন্ডলিয়া থেকে বাড়ির দিকে যাচ্ছিলনে। এসময় চলন্ত অবস্থায় তাদের উপর পরপর চারটি ককটেল নিক্ষেপ করা হয়। মুহূর্তে ককটেলগুলো বিষ্ফোরিত হয়ে মোটরসাইকেলে আগুন ধরে যায়।
এতে আহত হন দুই ভাই মায়া ও মোর্শেদ।
আহত মঞ্জুরুল ইসলাম মোর্শেদ জানান, কয়েকদিন আগে স্থানীয় আসাদুল নামের একজনের সাথে তাদের বিরোধ হয়েছিল। রাতে আসাদুল আর তার ভাই মোশারফ তাদের উপর ককটেল নিক্ষেপ করে।
পূর্বে আসাদুলের নামে ককটেল ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির মামলা ছিল। সেই মামলায় সম্প্রতি সে জামিনে বের হয়েছে।
এ বিষয়ে সখীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুনুর রশীদ জানান, ককটেলের ঘটনায় দুইজন আহত হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা। ককটেলের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.