জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা।
শনিবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা।
পরে একটি মিছিল বের করা হয়।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক মাসুদুর রহমান রাসেল, এড কামরুজ্জামান শাওন, আহমেদ শেরশাহ, বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আল আমিন প্রমুখ।
এতে আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগকে অতিদ্রুতই নিষিদ্ধ করতে হবে।
এখন পর্যন্ত কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না তা আমরা জানতে চাই।
আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।