শাহিন আলম
বিশিষ্ট সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও ‘সাপ্তাহিক পূর্ব বাংলা’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১০তম মৃত্যুবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।
রাজধানীর একটি আবাসিক হোটেলে ২০১৫ সালের ১০ মে জাফর হায়াত মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে আজ (১১মে বাদ আসর সাপ্তাহিক পূর্ব বাংলার উদ্যোগে আয়োজন করা হয় এ স্মরণ অনুষ্ঠানের। এতে তাঁর সহকর্মী, বন্ধু, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘সাপ্তাহিক পূর্ব বাংলা’র বর্তমান সম্পাদক এম. আলী হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কমিটির আহ্বায়ক, এবং বিশ্ব প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজকল্যাণ পরিষদের মহাসচিব হাফেজ মো. আমান উল্লাহ।
আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, জাফর হায়াত ছিলেন নির্লোভ, বিনয়ী ও সৃজনশীল একজন মানুষ। তরুণ বয়সে তিনি আমেরিকায় বসবাস করলেও দেশের প্রতি গভীর মমত্ববোধ থেকে স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে সাহসিকতার পরিচয় দেন। তিনি ‘দৈনিক ইস্টার্ন নিউজ’ ও ‘সাপ্তাহিক পূর্ব বাংলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে সংবাদপত্র জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মিলন বড়ুয়া, ডা. ডি কে ঘোষ, সাংবাদিক শাহিন আহমেদ, সাবের আহমদ চৌধুরী, সমীরণ বড়ুয়া ও আয়কর আইনজীবী আলী মুহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ ফজলুল কাদের এবং খতমে কোরআনে অংশ নেন স্থানীয় এতিমখানার হাফেজগণ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.