শাহিন আলম
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনের ছাদ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশের তৎপরতায় মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
১০ মে সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি ফোনকল আসে, যেখানে জানানো হয় যে পাহাড়তলী বাজারের একটি ভবনের ছাদে একজন পুরুষের মরদেহ পড়ে আছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ডবলমুরিং থানার টহল টিমের এসআই শহিদুল কবির সোহাগ সহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং পরিচয় শনাক্তে অন্যান্য থানায় ছবি ও বার্তা পাঠানো হয়।
পরদিন (১১মে) বিকাল ৪টা ৩০ মিনিটে নিহত ব্যক্তির পরিবার পাহাড়তলী ও আকবরশাহ থানায় যোগাযোগ করে জানতে পারেন যে ডবলমুরিং থানা একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে। এরপর তারা থানায় গিয়ে মরদেহটি রনজিৎ দত্ত নিলক (৫৪) বলে শনাক্ত করেন এবং একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের কোনো স্পষ্ট ক্লু না থাকলেও ডবলমুরিং থানা পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে নামে। তদন্তে দ্রুত অগ্রগতি ঘটে এবং সন্দেহভাজন হিসেবে রুনা আক্তার ওরফে পিংকি আক্তার ওরফে বিলু (৩৫)-কে পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী তার কথিত স্বামী ইব্রাহীম খলিলুল্লাহ ওরফে মিজান (৫০)-কেও দেওয়ানহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ক্লুলেস হত্যা মামলা হলেও দ্রুততম সময়ে রহস্য উদঘাটন সম্ভব হয়েছে পুলিশের নিরলস পরিশ্রম ও গোয়েন্দা দক্ষতার কারণে।