সাগর আহমেদ, ঘাটাইল উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সদর ইউনিয়নের কুলিয়া জামালপুর মসজিদ রোডে প্রান্তিক মুল্যায়ন পরিক্ষা শেষ করে রাস্তা পার হওয়ার সময় ব্যাটরী চালিত অটোরিক্সার ধাক্কায় মোঃ আব্দুল(৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহত মো: আব্দুল বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিল। উপজেলার খিলপাড়া গ্রামের মৃত মামুনের ছেলে।
প্রধান শিক্ষক দেওয়ান আবু ওবায়দা জানান উপজেলার খিলপাড়া গ্রামের মোঃ আল আমিন প্রান্তিক মুল্যায় পরিক্ষা শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি ব্যাটারী চালিত অটো রিক্সা ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়। মাথায় প্রচন্ড আঘাত পায় মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ রকিবুল ইসলাম মুঠো ফোনে জানান বাচ্চার অভিভাবক মামলা করতে আগ্রহী নয় । পরে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।