খুলনায় ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
১৩ মে ২০২৫ তারিখ রাতে কেডিএ এপ্রোস রোড এলাকায় অভিযান চালিয়ে শাহনেওয়াজ সাগর ওরফে সাগর হাওলাদার ওরফে লগো সাগর (২৯) এবং লিজা সুলতানা (২৪) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত সাগরের বাড়ি খুলনার লবণচরা থানার কৃষ্ণনগর এলাকায় এবং লিজার বাড়ি দাকোপ উপজেলার খোনা গ্রামে।
তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির ৩৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।