নিজস্ব প্রতিনিধি বাগেরহাট:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত একটি গণসমাবেশ বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। পিলজংগ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় সমাবেশটি নোয়াপাড়া গোলচত্বর মাঠে আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা অঞ্চলের টিম সদস্য এবং বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারি) আসনের প্রস্তাবিত সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এবিএম তৈয়বুর রহমান, আমির—ফকিরহাট উপজেলা শাখা, এবং আবুল আলা মাসুম, সেক্রেটারি—উপজেলা শাখা। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহিম, পিলজংগ ইউনিয়ন সেক্রেটারি; হাফেজ আব্দুস সামাদ, সমাজসেবক; মাওলানা একরাম মোড়ল, সহসুপার—বড়বাড়িয়া লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসা এবং হাফেজ সাইফুল ইসলাম, সংগঠনিক সম্পাদক—বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ফকিরহাট উপজেলা শাখা।
সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ নাজমুল ইসলাম, আমির—পিলজংগ ইউনিয়ন জামায়াতে ইসলামী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মশিউর রহমান খান দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন এবং আগাম জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের পক্ষ থেকে সমর্থন ও সহযোগিতা চেয়ে উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান।
সমাবেশে জামায়াতে ইসলামী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।