ফেনী প্রতিনিধি :
আলোচিত সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন হাজারীর স্ত্রীর নামে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পেশাগত কোনো উৎস না থাকলেও নুরজাহান বেগমের নামে দেশে-বিদেশে জমি, ফ্ল্যাট, ব্যাংক হিসাব এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে বলে জানিয়েছে অনুসন্ধান সংশ্লিষ্টরা।
দুদকের তথ্যমতে, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই তার স্ত্রীও অল্প সময়ের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হন। নিজামের নামে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ১১ কোটি ৬৮ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলেও, নুরজাহানের নামে ৮টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ২৬ কোটি টাকার বেশি।
ফেনীর পৌরসদরে নিজামের নামে দলিলমূল্য অনুযায়ী ৫৩ কোটি টাকার বেশি মূল্যে প্রায় ১৩০০ শতক জমি কেনা হয়। অপরদিকে, রাজধানী ঢাকায় গুলশানে যৌথ নামে একটি ফ্ল্যাট ছাড়াও, নুরজাহানের নামে গুলশান, মোহাম্মদপুর, পল্টন, কাকরাইল ও চট্টগ্রামে একাধিক ফ্ল্যাট এবং চারতলা ভবন রয়েছে। জয়দেবপুর, খাগড়াছড়ি ও কেরানীগঞ্জেও তার নামে জমি ও স্থাপনা রয়েছে। এসব স্থাবর সম্পদের দলিলমূল্য প্রায় ১৪ কোটি টাকা ধরা হলেও প্রকৃত বাজারমূল্য অনেক বেশি বলে মন্তব্য করেন দুদক কর্মকর্তা।
ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা গেছে, নিজাম হাজারীর নামে ৩৬টি ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে, নুরজাহানের নামে ২০টি হিসাবে জমা রয়েছে ৩ কোটি ৫৮ লাখ টাকার বেশি।
দুদক জানায়, অনুসন্ধানে রাজধানীর গুলশানে রাজউক বরাদ্দপ্রাপ্ত একটি আবাসিক ভবনে নুরজাহান ও নিজামের যৌথ নামে ৭৪ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাটের তথ্য পাওয়া গেছে। এছাড়া, গুলশান-২, মোহাম্মদপুর, পুরানা পল্টন এবং কাকরাইলে নুরজাহানের নামে একাধিক ফ্ল্যাট রয়েছে, যেগুলোর দলিলমূল্য কয়েক কোটি টাকায় পৌঁছেছে। চট্টগ্রাম শহরের অভিজাত এলাকায়ও রয়েছে দুটি ফ্ল্যাট।
এ ছাড়া, মোহাম্মদপুরের কাটাসুর মৌজায় চারতলা একটি ভবনসহ প্রায় ৫০ কাঠা জমি, কেরানীগঞ্জে বাগানবাড়ি, খাগড়াছড়িতে ১৫ একর জমি এবং গাজীপুরে বাগানবাড়িসহ একাধিক জমির সন্ধান পেয়েছে দুদক।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, স্নিগ্ধা ওয়াটার ট্রান্সপোর্ট, স্নিগ্ধা ইক্যুইটিজ, স্নিগ্ধা ডিজাইন, স্নিগ্ধা ওভারসিজ, এম এন ফিশারিজ অ্যান্ড হ্যাচারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নুরজাহানের নামে শেয়ারে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ রয়েছে।
মোট ৩০টি ব্যাংক হিসাবে নুরজাহানের নামে জমা রয়েছে প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকা। এসব হিসাবে বেশিরভাগই রাখা হয়েছে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে।
দুদকের উপ-পরিচালক মো. নুরুল হুদার নেতৃত্বে চলমান অনুসন্ধানে এসব সম্পদের হদিস পাওয়া গেছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন আদালত (পারমিশন পিটিশন ২০৭/২০২৫) অনুসারে উক্ত সম্পদসমূহ অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।
দুদক জানায়, এসব সম্পদ যেন হস্তান্তর বা রূপান্তর করা না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
দুদকের এক কর্মকর্তা বলেন, "তথ্য-প্রমাণে স্পষ্ট যে, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী নিজের রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী নুরজাহান বেগমের নামে এই বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।"
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.