কুষ্টিয়া প্রতিনিধ :
কুষ্টিয়ার কুমারখালীতে কলার ভেতর চেতনানাশক খাইয়ে গৃহ পরিচারিকাকে (১৩) ধর্ষণের অভিযোগে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রী মাস দুয়েক হল পল্লী চিকিৎসক বারেক শাহের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে চিকিৎসক কলার ভেতরে চেতনানাশক প্রয়োগ করে তাকে খেতে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
স্থানীয় এক নারী বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।এরপর শিক্ষার্থীর শারীরিক অবস্থা খারাপ দেখে পরিবারের লোকজন সঙ্গে-সঙ্গে থানায় নিয়ে আসে এবং চিকিৎসার জন্য কুমারখালী হাসপাতালে নিয়ে যায়া হয়।
এ ঘটনায় রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় আসামিকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
মামলার বাদী ও ছাত্রীর বাবা বলেন, 'মেয়েকে বাড়িতে একা পেয়ে কলার সঙ্গে চেতনানাশক খাইয়ে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে। মেয়েকে নিয়ে হাসপাতালে আছি। ধর্ষকের উপযুক্ত শাস্তির প্রত্যাশায় থানায় মামলা করেছি।
'এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, চেতনানাশক খাইয়ে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। আসামিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীকে পরীক্ষা - নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.