নাটোর প্রতিনিধ :
নাটোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার, নাটোর-এর সার্বিক দিকনির্দেশনায় ডিবির একটি দল আজ ভোর ৬টা ৩০ মিনিটে বনবেলঘরিয়া শান্তি ফিলিং স্টেশনের সামনে, ঢাকা-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি পরিচালনা করে। অভিযানে ৪ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম (২৩), পিতা-মোঃ মঞ্জুর হোসেন, মাতা-মোছাঃ মরিয়ম বেগম, সাং-হাড়িয়াবাড়ি, ০৪নং ওয়ার্ড, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ—কে আটক করা হয়।
গ্রেফতারকৃত মনিরুল ইসলামের বিরুদ্ধে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নাটোর জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।