জাহিদ হাসান :
রাজধানীর সন্নিকটবর্তী কেরানীগঞ্জে পরিকল্পনা ও আইনগত অনুমোদন ছাড়াই গড়ে উঠছে একাধিক আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মকানুন অগ্রাহ্য করে নির্মাণকাজ চলতে থাকায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
কেরানীগঞ্জে অনুমোদনহীন আবাসন নির্মাণে উদ্বেগ, তদারকির অভাব স্পষ্ট
স্থানীয় এক মুদি দোকানদার বলেন, “প্রতিদিনই কোথাও না কোথাও নতুন ভবন উঠছে। অনুমোদন নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। মাঝে মাঝে কর্তৃপক্ষ আসে, কিন্তু তারপর আর কিছু হয় না।”
অন্য একজন বাসিন্দার মন্তব্য, “মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান দেখা যায়, কিন্তু তদারকি না থাকায় আবার নির্মাণ শুরু হয়ে যায়। পানি নিষ্কাশন ও রাস্তার যে অবস্থা, তাতে ভবিষ্যতে চলাফেরা করাই কঠিন হয়ে পড়বে।”
নগর পরিকল্পনাবিদদের মতে, এমন পরিস্থিতি দীর্ঘমেয়াদে নগর জীবনের ভারসাম্য ব্যাহত করতে পারে। তাদের আশঙ্কা, অনুমোদনহীন নির্মাণের কারণে এলাকায় জলাবদ্ধতা, যানজট এবং নাগরিক সেবার ওপর চাপে পরিণত হতে পারে।
রাজউকের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হয়। তবে স্বীকার করেন, পর্যাপ্ত জনবল না থাকায় এবং স্থানীয়ভাবে কিছু প্রভাবশালীর প্রভাবের কারণে অভিযানে ধারাবাহিকতা বজায় রাখা চ্যালেঞ্জের মুখে পড়ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, পরিকল্পিত নগরায়ণের জন্য শুধু অনুমোদিত নির্মাণ নয়, বরং নিরবচ্ছিন্ন নজরদারি ও কঠোর বাস্তবায়ন প্রয়োজন। তারা তদারকি ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।