1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
রবিবার, ১৮ মে ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
সদ্য প্রাপ্ত:-
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকা চেয়েছে তদন্ত সংস্থা; ফেঁসে যাচ্ছেন ম্যাজিস্ট্রেটরা? ৭ বছরে ৫ হাজার টাকায় ২৬ হাজার উদ্যোক্তা গড়ে তোলার সফল যাত্রা টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গাড়িচালক নিহত রাজশাহীর মোহনপুরে টিআর প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালক কেরানীগঞ্জে অনুমোদনহীন আবাসন নির্মাণে উদ্বেগ, তদারকির অভাব স্পষ্ট রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার ফকিরহাটে হামলায় নিহত ইউপি সদস্যের ভাই, তদন্তে পুলিশ টাঙ্গাইলে আন্তর্জাতিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হালিশহরে কাঠ পাচার রমরমা: পুলিশের ছত্রছায়ায় চলছে কোটি টাকার অবৈধ কারবার কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা খুলে পড়ে, জরুরি অবতরণে যাত্রীরা নিরাপদ

রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৭ মে, ২০২৫

ক্রাইম রিপোর্টার: রাজীব খাঁন

ও বিভিন্ন থানার অভিযুক্ত মামলার আসামি, আওয়ামী লীগের দোসর, অপরাধী, দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে রাজশাহীর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা।
শনিবার দুপুর ১টায় পুলিশ আরএমপি সদরদপ্তরে পুলিশ কমিশনারের সাথে দেখা করে স্মারকলিপি করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, আমরা রাজশাহীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, দীর্ঘ ১৬ বছরের বেশি সময় করে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার সহ জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানে রাজশাহীতে ছাত্র-জনতার পাশাপাশি বিএনপি নেতা কর্মীরা রক্ত বিসর্জন দিয়ে চরম নিপীড়নের মুখে রাজপথে থেকেছে। দেশের প্রায় অধিকাংশ রাজনৈতিক দল এবং ছাত্র জনতার সম্মিলিত গণঅভ্যুত্থানে বাংলাদেশ বিশ্ব দরবারে নতুন পরিচয়ে পরিচিত হয়েছে। অভূতপূর্ব এই বিজয় সার্বজনীন। ফ্যাসিবাদ বিরোধী এই গণঅভ্যুত্থানে জাতির আশা-আকাঙ্ক্ষার নতুন দিগন্ত উন্মোচিত
হয়েছে। সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন পূর্ব সংস্কারের জন্য সকল রাষ্ট্রযন্ত্র নিয়োজিত করেছে। কিন্তু আমরা হতাশাজনকভাবে লক্ষ্য করছি যে, বিগত কয়েক মাসে রাজশাহী নগরীতে আইন-শৃঙ্খলার ব্যবস্থার চরম অবনতি হয়েছে, নগরীতে ইভটিজিং বেড়েছে, বিভিন্ন মামলায় অভিযুক্ত অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, চাঁদাবাজি বেড়েছে, বিগত দিনের জুলাই ছাত্র আন্দোলনে হামলাকারী, মদদদাতা, পৃষ্ঠপোষক ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠছে। নগরীতে কিশোর গ্যাং এর দৌরাত্ম ও অস্ত্রের অবৈধ ব্যবহারও লক্ষণীয় পর্যায়ে গেছে।
রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে আপনার প্রতি আমরা নিম্নোক্ত কতিপয় দাবি তুলে ধরছি:
পুলিশ বাহিনীকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে; সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে পুলিশি কার্যক্রম পরিচালনা করা অতি আবশ্যক।
সকল মামলার আসামি, অভিযুক্ত অপরাধী, জুলাই আন্দোলনে মামলায় অভিযুক্ত, ছাত্র জনতার উপর হামলায় জড়িত ব্যক্তি, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় নেতাকর্মী, দেশবিরোধী চক্রান্তে লিপ্ত আওয়ামী লীগের দোসর সহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।
৩) চাঁদাবাজি রোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজনে চিহ্নিত চাঁদাবাজদের তালিকা তৈরি করতে হবে। কোন ব্যক্তি বা দলীয় ব্যানার ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষ, ব্যবসায়ীকে জিম্মি না করতে পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষার্থে রাজশাহীর চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার ও মাদকের আড্ডায় নিয়মিত অভিযান আরও বাড়াতে হবে।
নগরীতে অল্প সময়ের ব্যবধানে একাধিক খুনের ঘটনা ঘটলেও অধিকাংশ অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে, অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না। পুরাতন মার্ডার মামলার অনেক এজাহারভুক্ত আসামীও প্রকাশ্যে চলাফেরা করছে এবং পুনরায় বিভিন্ন অপরাধ সংঘটিত করতে সক্রিয় হচ্ছে। বিশেষ করে নগরীর ভূগরইল এলাকায় যুবদল নেতার বাবাকে এবং কাদিরগঞ্জে নিরীহ রিক্সা চালক পথচারীকে হত্যা গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছে। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে ও আসামী গ্রেপ্তারে পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দেয়ার উপক্রম হচ্ছে। সকল ঘটনার সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি।
নগরীতে কিশোর গ্যাং, ইভ টিজার এবং ছিনতাইকারীদের নতুন তালিকা তৈরি করে অভিযান পরিচালনা অতীব জরুরী। নগরীতে রাত্রিকালীন টহল আরও বৃদ্ধি করতে হবে।
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলুর বাসায় ব্যাপক অগ্নিসংযোগ, গুলি, লুটতরাজ সহ পরিবারের মহিলা সদস্য, শিশু সদস্যকে টার্গেট করে হামলা হয়েছে। এই সংক্রান্ত রাজপাড়া থানায় মামলা দায়ের সত্ত্বেও কোন আসামি গ্রেফতারের উদ্যোগ, অভিযান দৃশ্যমান হয়নি। বরং ঘটনায় অভিযুক্ত অস্ত্রধারীরা বিভিন্নভাবে যুবদল নেতা রুহুল আমিন বাবলুকে ভয়ভীতি প্রদর্শন করছে, প্রকাশ্যে নিজ এলাকায় চলাফেরা করছে। যুবদল নেতা রুহুল আমিন বাবলু সহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদানে এবং তার দায়েরকৃত মামলার সকল আসামিদের গ্রেপ্তারে আপনার আশু পদক্ষেপ কামনা করছি। মনে রাখা প্রয়োজন, অপরাধীদের কোন দল নেই।
দেশবিরোধী সকল চক্রান্ত রোধে সকল নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উপর নজরদারি আরো বাড়াতে হবে ও ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
রাজশাহীতে কমিউনিটি পুলিশিং সকল কমিটি দ্রুত পুনঃগঠন ও সংস্কার করে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম বাড়াতে হবে।
আমরা বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষ আপনার কাছে উপরোক্ত সকল দাবি দাওয়া সদয় বিবেচনাপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। দল মতের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে আরএমপির পুলিশ বাহিনীর সকল সদস্যরা আগামীতে প্রভাবমুক্ত হয়ে সুখী, শিক্ষা ও শান্তির মহানগরী খ্যাত রাজশাহীকে নিরাপদ রাখতে আপনার নির্দেশনায় আরো উদ্যোগী হবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews