ক্রাইম রিপোর্টারঃ রাজীব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নে ২০২৪-২৫ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় চলমান টিআর, কাবিখা এবং কাবিটা কর্মসূচির বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
শনিবার (১৭ মে) বিকেলে মহাপরিচালক বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি ও মান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এবং মৌগাছি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসসহ অন্যান্য ইউপি সদস্যরা।
মহাপরিচালক পরিদর্শনের সময় প্রতিটি প্রকল্প সভাপতির কাছে প্রকল্পগুলোর উপযোগিতা সম্পর্কে জানতে চান। পরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করে চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় করেন।
মোহনপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, টিআর, কাবিখা এবং কাবিটার সকল প্রকল্প স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা অত্যন্ত কঠোরভাবে তদারকি করছেন। তাই অনিয়মের কোনো সুযোগ নেই। প্রকল্পগুলোর মান উন্নত হয়েছে, এবং এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি।”
ইউএনও আয়েশা সিদ্দিকা জানান, প্রকল্প সভাপতিদের অনিয়ম রোধে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “পরিদর্শনের সময় আমি যে কয়টি প্রকল্প দেখেছি, সবগুলোতেই কাজের মান ভালো। বাকিগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর প্রকল্পগুলো স্বচ্ছভাবে বাস্তবায়িত হয়েছে। তারা আরও বলেন, “এবারের কাজগুলোতে কোনো অনিয়ম চোখে পড়েনি। এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকলে আমাদের এলাকায় উন্নয়নের ধারা আরও গতিশীল হবে।”
রাজশাহীর মোহনপুরের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং এর মাধ্যমে ভবিষ্যত উন্নয়ন প্রকল্পগুলোতে আরও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।