গাজীপুরের টঙ্গীতে উড়াল সড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রনজু খাঁ (৩০) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেশিস কারখানার পাশে উড়াল সড়ক এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান।
নিহত রনজু পাবনার সদর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পরিবার নিয়ে টঙ্গীর সাতাইশ এলাকায় বসবাস করতেন এবং রাজধানীর উত্তরায় একটি ব্যক্তিমালিকানাধীন গাড়ি চালাতেন। প্রতিদিন তিনি মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাতায়াত করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে টেশিস এলাকার উড়াল সড়কে তাকে ছিনতাইকারীরা পথরোধ করে। ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় তাকে ছুরিকাঘাত করা হয়। রনজুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই শরিফুল ইসলাম জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।