ঢাকার বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে স্বাস্থ্যভিত্তিক প্রতিষ্ঠান হেলদি লিভিং প্রাইভেট লিমিটেড (ভেষ্টিজ)-এর উদ্যোক্তা সম্মেলন ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের জন্য ডাবল ক্রাউন ডিরেক্টর ও সফল উদ্যোক্তা গ্রুপ লিডার ডা. হাছান আহমেদ মেহেদীকে সম্মাননা ক্রেস্ট এবং একটি গাড়ির চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের ডিরেক্টর আখতার হোসেন, পিউর লিপ নিউট্রাসিউটিক্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ, স্বাস্থ্য পরামর্শক ডা. সাদিয়া খান, এবং ভেষ্টিজ ইন্টারন্যাশনাল বিজনেস কোচ হিরক দাস গুপ্ত।
ডা. মেহেদী বাণিজ্য মন্ত্রণালয়ভুক্ত বাংলাদেশ অর্গানিক অ্যাসোসিয়েশনের মহাসচিব, শিল্প মন্ত্রণালয়ের এমএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরামের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত সাত বছরে মাত্র ৫ হাজার টাকা মূলধনের বিনিময়ে সারাদেশে গড়ে উঠেছে ২৬ হাজার উদ্যোক্তা। একই সময়ে তিন হাজারেরও বেশি রোগী লাভ করেছেন স্বাস্থ্য উপকার—যাদের অনেকেই বিনা অপারেশনে হার্ট ব্লক, টিউমার, ডায়াবেটিস, অ্যাজমা, কিডনি সমস্যা এবং জয়েন্ট পেইনের মতো দীর্ঘমেয়াদি রোগ থেকে মুক্তি পেয়েছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে, আগামী এক বছরের মধ্যে দেশের ৫ হাজার ইউনিয়নে প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র স্থাপন করে আরও ২০ হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য ঘোষণা করেছেন ডা. মেহেদী।
অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত উদ্যোক্তাদের মধ্যে গাড়ি সম্মাননা পেয়েছেন মো. আরিফ চৌধুরী, বাড়ি পেয়েছেন অধ্যাপক মাহমুদুল হাসান জাহিদ, মোটরসাইকেল পেয়েছেন মাস্টার হুমায়ুন কবির। এছাড়া ইসরাইল, লুৎফুর রহমান ও আব্দুল মুমিনুলসহ আরও অনেকেই সম্মাননায় ভূষিত হন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.