শাহিন আলম
চরপাড়া ঘাট সাগর পার এলাকায় ওসি এল ডিপুর পাশে, সরকারি রাস্তার গ্রিল কেটে কোরবানির গরুর হাট বসানোর জন্য অবৈধভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এ কাজটি সিডিএর (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) কোনও অনুমোদন ছাড়াই করা হচ্ছে, যা দণ্ডনীয় অপরাধের শামিল।
সরকারি গ্রিল কাটার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, রাস্তার পাশে দেওয়া এই গ্রিলগুলো যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং খালপাড়ের সীমানা রক্ষা করতে স্থাপন করা হয়েছে। কিন্তু এইভাবে একের পর এক গ্রিল কাটা হলে এক সময় রাস্তার নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
এছাড়া, স্থানীয়দের দাবি, খাল ভরাট করে বন বিভাগের জায়গাও দখল করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ একটি খাল ভরাট করে তৈরি করা হচ্ছে গরুর বাজার, যার পেছনে রয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এলাকাবাসী অভিযোগ করে বলেন, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক সভাপতি আলমগীর নেতা নামের একজন ব্যক্তি এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিক এর দৃষ্টিগোচর করা হলে তিনি দায় এড়িয়ে বলেন, এটা আমাদের ফাংশানের মধ্যে পড়ে না। আপনি সিডিএ বা অন্য কোনো প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করুন।
সিডিএ ইঞ্জিনিয়ার রাজিব বলেন, এ বিষয়ে আমি অবগত ছিলাম না আপনার কাছ থেকে শুনলাম, আপনি আমাকে একটি ছবি দেন এবং এই মুহূর্তেই এই বিষয়ে ব্যবস্থা নিব।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর কৃষকদলের নেতার আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৭ বছর ধরে আমরা কিছু পাইনি ভাইয়া, আমাদেরকে একটু ছাড় দেন আসুন আমরা সামনাসামনি বসে কথা বলি, এই নিউজটা করিয়েন না , এখানে অবৈধ কিছু হয়নি।
এই বিষয়ে পরিবেশবাদীরা বলছেন, সরকারি জমি ও খাল ভরাট করে এভাবে অবৈধ হাট বসানো শুধু আইনবিরুদ্ধই নয়, বরং এটি জলাবদ্ধতা এবং পরিবেশগত বিপর্যয়ের কারণ হতে পারে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.