টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে রাজনৈতিকভাবে নিষিদ্ধ দল আওয়ামী লীগের সহযোগী সংগঠনসমূহের সঙ্গে সম্পৃক্ত চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তাররা শুক্রবার রাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি এলাকা থেকে আটক হন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (১৭ মে) বিকেলে ভূঞাপুর থানা পুলিশ গ্রেপ্তার হওয়া তিনজনকে টাঙ্গাইল সদর থানায় এবং অপরজনকে মির্জাপুর থানায় হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– নিকরাইল ইউনিয়নের সাগর আলী (২৭), সুমন ফকির (৩২) ও মামুন প্রামাণিক (৩০)। এদের মধ্যে সাগর ছাত্র সংগঠনের সভাপতি এবং সুমন একজন সক্রিয় কর্মী। অন্যদিকে, মির্জাপুরে একটি হত্যা মামলায় অভিযুক্ত যুব সংগঠনের নেতা পাকের আলীকেও একই রাতে নিজ এলাকা বীরহাটি থেকে আটক করা হয়।
ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গত ১৪ এপ্রিল আয়োজিত একটি মশাল মিছিলে অংশ নেওয়ার জন্য গ্রেপ্তারদের নির্দেশ দিয়েছিলেন টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও একটি আন্দোলনের ঘটনায় মামলার আসামি তানভীর হাসান ছোট মনির। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই নির্দেশনার কথা স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, ঈদুল ফিতরের আগে ছোট মনির বিকাশের মাধ্যমে সাগর আলীর কাছে ৫০ হাজার টাকা পাঠান, যা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে বিতরণ করা হয় বলে দাবি করেছেন সাগর।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, তারা দুজন আসামিকে গ্রহণ করেছেন এবং বাকি একজনকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মশাল মিছিল সংক্রান্ত ঘটনায় এখন পর্যন্ত ১২ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মিছিলে অংশগ্রহণকারী আরও অনেককে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।